নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস জনিত কারণে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের সকল হোটেল বার, রেস্টুরেন্টবার বন্ধের প্রজ্ঞাপন জারি করেছে।
১৯ মার্চ বৃহস্পতিবার উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত পত্র থেকে এ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত উদ্বুদ্ধ পরিস্থিতিতে সকল হোটেল বার, রেস্টুরেন্টে বার, ক্লাব বার আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো।
পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে। দেশের সকল নাগরিকদের করোনা সম্পর্কে সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। -কপোত নবী।
Leave a Reply