মোঃ এমরান আলী রানা, নাটোর : চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গতকাল বুধবার সকাল থেকে নাটোরের সিংড়া উপজেলায় প্রশাসন র্কতৃক সকল দোকান ও বাজার বন্ধ ঘোষনা করা করা হয়। ঘোষনার পর উপজেলার পৌর শহর সহ ১২টি ইউনিয়নের বাজার গুলোর দোকান ও চায়ের ষ্টল বন্ধ হলেও এখনও ঘরমুখী হচ্ছেনা সাধারণ মানুষ। বিকেল হলেই স্থানীয় বাজারে এসে অহেতুক ঘুরাফেরা ও আড্ডা গল্প গুজবে ভীড় করছে। এতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যহত হচ্ছে। সিংড়া উপজেলার ডাহিয়া,বিয়াশ,বড়গ্রাম,সাতপুকুরিয়া,বামিহাল,কলম,কালিগঞ্জ সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর জোড়ালো নজর দারি ও হস্তক্ষেপ করা না হলে এসব বাজারে মানুষের সমাগম কমবেনা। এদিকে গতকাল বুধবার বিকালে উপজেলার বিলদহর বাজারে লোক সমাগমের খবর পেয়ে পুলিশের ঝটিকা অভিযানের পর বিলদহর বাজারে মানুষ শুন্য হয়ে যায় । এখন সেখানে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজনের আনাগোন নেই বললেই চলে। বিলদহর বাজারের মত উপজেলার সকল বাজারেই পর্যায়ক্রমে পুলিশের ঝটিকা অভিযান সহ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিয়াশ বাজারের স্থানীয় ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,বিকালে লোকজনকে ঠেকানো যাচ্ছেন্ াসবাই বাজারে এসে ভীর করছে। এদের মধ্যে কিছু বিদেশ ফেরতরাও আছেন যাদের সহজে সেনাক্ত করা যাচ্ছেনা। পুলিশের নজরদারি হলে ভালো হয়। বড়গ্রাম বাজারের শাহা আলম বলেন.চায়ের ষ্টল বন্ধ থাকলেও সকাল বিকালে এই বাজারে লোকজন কোন প্রয়োজন ছাড়াই ঘুরাফেরা করছে। জোটলা বেধেঁ যেখানে সেখানে বসে আড্ডা দেয়। আমরা বোঝাতে গেলে কেউ বোঝার চেষ্টা করেনা। অনেকে রেগেও যান।
Leave a Reply