ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে “করোনা ভাইরাস” সংক্রমণ রোধে প্রশাসনের সতর্কবস্থা আরো বেড়ে গেছে। জোরদার করা হয়েছে পুলিশের টহল। সোমবার (২৩ মার্চ) বিকেল থেকে উপজেলা প্রশাসন “করোনা ভাইরাস” বিষয়ক ও হাট-বাজারে মনিটরিং করা হয়েছে।প্রতিদিনই প্রশাসন থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা শহর সহ কয়েকটি হাট-বাজারে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শহরে জনসমাগম আগের তুলনায় ৮০ ভাগ কমে গেছে। চিরিরবন্দর থানা পুলিশ শহর ও উপজেলার সকল হাট-বাজারে নিয়মিত টহল বৃদ্ধি করেছে।
কিছু প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরণের বেচাকেনা বন্ধ রয়েছে। দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তির পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষনা ও পুরো উপজেলায় মাইকিং প্রচার করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বলেন, শুধুমাত্র কাঁচাবাজার, মুদিদোকান এবং ঔষধের দোকান সকাল ৮ টা হতে বেলা ১ টা পর্যন্ত খোলা থাকবে। বেলা ১ টার পর ঔষধের দোকান ছাড়া অন্যকোন দোকান খোলা রাখা যাবে না। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ রাস্তায় পথচারীদের সাথে কথা বলে “করোনা ভাইরাস” নিয়ে সচেতন থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়েছেন তিনি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি, এরপর সরকারি আইন অমান্য করলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply