মোঃ একরামুল হক মুন্না, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার ৭নং হাড়িভাসা ইউনিয়নের খোপড়া বন্ধী গ্রামে প্রেমিকার বাড়ীতে ওই ঘটনাটি ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) অনুমান রাত ৮ টা সময়।
৭নং হাড়িভাসা ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ জয়ন উদ্দিন এর পুত্র মোঃ রুহুল আমিন (১৭) এবং প্রেমিকা একই ইউনিয়নের খোপরা বন্ধী গ্রামের মোঃ দিলদার আলীর প্রথম কন্যা ( ১৫) ৯ম শ্রেনী হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়।
ওই ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী বরেন্দ্র নিউজ কে জানান, বেশকিছু দিন থেকে তারা একে অপরের ভালোবাসায় আবদ্ধ ছিল। পরবর্তীতে এক পর্যায়ে শুক্রবার রাতে প্রেমিকার কথামতে প্রেমিক মোঃ রুহুল আমিন প্রেমিকার বাড়ীতে প্রবেশ করে।
প্রেমিকার বাড়ীর লোকজন প্রেমিক মোঃ রুহুল আমিন কে প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থায় আটক করে। ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জসীম উদ্দীন বরেন্দ্র নিউজ কে জানান, ঘটনাটি সম্পূর্ণ সত্য ওই আপত্তিকর ঘটনাটি গ্রাম্য আদালত কে ফাঁকি দিয়ে উঠান বইঠকে সমাধান করে।
দুই পরিবারের সদস্য ও একই গ্রামের জেলা আইনজিবী সহকারী মোঃ জয়নাল, পিতাঃ লাল মিয়া ও মোঃ সিদ্দিক, পিতাঃ মৃঃ ফজল হক । তারা ৭নং হাড়িভাসা ইউনিয়নের কাজী মোঃ আইজুল ইসলাম এর কাজী অফিস এ জান। কাজী ও তার ছেলে মোঃ সাঈদী ছেলে ও মেয়ের বিয়ের বয়স না হওয়ার কারনে বিবাহ পড়াতে অশিকার করেন।
এবং করোনা ভাইরাস এর কারণে তারাতারি সবাইকে কাজী অফিস থেকে চলে যেতে বলেন। পরে জানা যায় জেলা আইনজীবি সমিতির সহকারী জয়নাল ও সিদ্দিক এর সহোযোগিতায় একটি অঙ্গীকার নামা করে ছেলে ও মেয়ে পক্ষের অভিভাবক।
এবিষয়ে ৭নং হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইয়েদ নূর – ই- আলম বরেন্দ্র নিউজ কে জানান, আমার নিকট এখন পযর্ন্ত কোন অভিযোগ আসেনি, মুঠো ফোনে কেউ জানায় নাই। তবে অভিযোগ পেলে গ্রাম্য আদালত অমান্য করি ও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড় প্রতিনিধিঃ একরামুল হক মুন্না
Leave a Reply