বরেন্দ্র নিউজ ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের গণপরিবহন বন্ধ। মানুষকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সারাদেশে সক্রিয় সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যরা। কিন্তু সব বিধি-নিষেধ উপেক্ষা করে রাজধানীমুখী হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের ঢল। গত শুক্রবার এবং শনিবার ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া মহাসড়কে পায়ে হেঁটেই ঢাকামুখী মানুষের ঢল দেখা গেছে। অন্যদিকে, দৌলতদিয়া ফেরিঘাটেও ঢাকামুখী মানুষের ভিড় লেগে ছিল।
গাদাগাদি করে ঢাকা থেকে গ্রামে যাওয়া এসব মানুষ করোনাভাইরাস সংক্রমণ থেকে কতোটা মুক্ত তা নিশ্চিত না হয়ে এভাবে তাদেরকে রাজধানীতে প্রবেশ করতে দেয়া কতোটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নিরাপত্তা নিয়ে সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ পরিস্থিতিতে গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নেয়। ঢাকা ফেরা মানুষগুলোকে আবার বাড়ি ফেরা পথ ধরতে হয়।
রাস্তায় গাড়ি না থাকায় তাদের অবলম্বন হয় মাছ বহনকারী গারিগুলোতে। তারা মাছের কন্টেইনারের ভেতরে বসে বাড়ির পথ ধরে। এ নিয়েও সরব সামাজিক যোগাযোগের মাধ্যম। আজ ফেসবুকে ভাইরাল হয় এই মানুষদের বাড়ি ফেরার একটি ছবি। যেখানে তাদের দেখা যায় ছোট ছোট লরিতে রাখা মাছের কন্টেইনারে করে তারা বাড়ি ফিরছে।
অধিকার
Leave a Reply