বরেন্দ্র নিউজ ডেস্ক :
পবিত্র শব-ই – বরাত উপলক্ষ্যে বানী দিয়েছেন,শিবগঞ্জ উপজেলার সাদিয়া ক্লিনিকের কর্ণধার ডাঃ শফিউল ইসলাম।বানীতে তিনি জানান,তার বান্দাদের জন্য মহান আল্লাহতায়ালা কয়েকটি রাতকে বরকতময় করে দিয়েছেন।
শব-ই – বরাত সেগুলোর অন্যতম। শব- ই- বরাত মুসলমানদের জন্য এক মহামানিত্ব ও বরকতময় রজনী। মাহে রমযান ও সৌভাগ্যের আগমনি বার্তা নিয়ে লাইলাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত।স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে একাগ্রচিত্তে এবাদত বন্দেগীর মাধ্যমে শব-ই – বরাত পালনের বিনীত আহ্বান জানিয়ে সবার কল্যানময় জীবন কামনা করছি।-আমিন
Leave a Reply