মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি ডিগ্রি কলেজে ঢুকে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমান আদালত ৪ ইভটিজারকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নাচোল পৌর এলাকার পাইলট স্কুলপাড়ার আনোয়ারের ছেলে হৃদয় (১৮), কালামের ছেলে ইমন (১৯), নাচোল মধ্যবাজার এলাকার মৃত ইসমাইলের ছেলে আব্দুল আজিজ (২১) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার রইস উদ্দিনের ছেলে মইনুল ইসলাম (১৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে নাচোল সরকারি ডিগ্রি কলেজে ক্লাশ চলাকালীন সময়ে চার বহিরাগত যুবক ক্লাশে ঢুকে ছাত্রীদেরকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে নাচোল থানায় খবর দিলে পুলিশ চার যুবককে ঘটনাস্থল থেকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট আটক চারজনদোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিতদের বুধবারই জেলহাজতে পাঠানো হয়েছে
Share this news