বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এর পক্ষ থেকে দলের নির্যাতিত ও অসচ্ছল কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
ধারাবাহিক কর্মসূচীর দ্বিতীয় দিন মঙ্গলবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে বগুড়া-৬ (সদর ) নির্বাচনী এলাকার শতাধিক কর্মীর হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, এমপি সিরাজের ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম।
বিএনপি নেতৃবৃন্দ এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সংগৃহীত
Leave a Reply