চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৯ তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহিলা সংস্থার নিজস্ব কার্যালয়ে বেগম ফজিলাতুন্নেসার ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনী নিয়ে বিশেষ আলোচনা শেষে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতান রুমা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মেসবাউল সাকের জ্যোতিসহ অন্যরা।[কপোত নবী-০৮-০৮-১৯]
Leave a Reply