বরেন্দ্র নিউজ ডেস্ক :
করোনা উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন চলে গেলেন না ফেরার দেশে ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে আইসিইউ তে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার তিনি রিজেন্ট হাসপাতালে ভতি হন,পরে অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
এদিকে হাসপাতালের দ্বায়িত্বরত ডাক্তার জানিয়েছেন, তার এজমার সমস্যা এবং জ্বর ছিলো তবে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে।
তিনি জানান, তার শরীরে করোনা ভাইরাস ছিলো কি না তা নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করে আইডিসিয়ারে পাঠানো হচ্ছে।
এদিকে সাংবাদিক হুমায়ন কবীরের মৃত্যুতে বরেন্দ্র নিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন। শোক প্রকাশ করে তিনি মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply