বরেন্দ্র নিউজ ডেস্ক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিদর্শক (তদন্ত) ও ৫ পুলিশ সদস্যসহ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়। একই দিনে থানাটির আরও ২ জন এসআই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ ছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনস্টেবল ও আরও এক ব্যক্তি করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে দৈনিক যুগান্তরকে জানান, আক্রান্তদের তেমন কোনো জটিল সমস্যা নেই। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
যুগান্তর
Leave a Reply