স্টাফ রিপোর্টার, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোগলা উচ্চ বিদ্যালয়ে ২ সেট হাই-লো ব্রেঞ্চ প্রদান করা হয়েছে। ৭ মে বিকেলে এসব তুলে দেয়া হয় স্কুল কর্তৃপক্ষর হাতে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা. হালিমা বেগম। তিনি জানান, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল এর নির্দেশে এবং জেলা পরিষদের অর্থায়নে গোমস্তাপুর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ে হাই-লো ব্রেঞ্চগুলো তুলে দিলাম। হালিমা বেগম আরো জানান, এটির বরাদ্দের পরিমান দুই লক্ষ টাকা। এ সময় হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।
Leave a Reply