“মা মানে-
বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন
মা মানে-
যার পায়ের নিচে সন্তানের জান্নাত!”
“মা মানে-
একবুক ভালোবাসা
মা মানে-
সন্তানের সব ভুলের ক্ষমা!”
“মা মানে-
নিজে না খেয়ে সন্তানের জন্য তুলে রাখা
মা মানে-
কোন ডিগ্রি ছাড়াই পৃথিবীর সেরা ডাক্তার!”
“মা মানে-
কোন সার্টিফিকেট ছাড়াই সেরা শিক্ষক
মা মানে-
চিন্তা করিস না আমিতো আছি
মা মানে-
সেটা মায়ের থেকে দূরে থাকলে বুঝা যায়!”
“মা মানে- মমতা
মা মাানে- নিরাপত্তা
মা মানে- নিশ্চয়তা!”
“মা শুধু একটা শব্দ নয়
মা একটা পৃথিবী
অনেক ভালোবাসি “মা”
Leave a Reply