এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধি:-
নওগাঁর রাণীনগরে চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি ইসরাফিল আলম। এ সময় রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক কর্তকর্তা সিরাজুল ইসলাম,খাদ্যগুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা মেহেদি হাসান উপস্থিত ছিলেন। খাদ্য গুদাম কর্মকর্তা জানান,২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে তিন হাজার ৩৪১ মেট্রিকটন ধান এবং ৩৫ ও ৩৬ টাকা কেজি দরে তিন হাজার ৭৩ মেট্রিকটন আবত ও সিদ্ধ চাল ক্রয় করা হবে। ১৩ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply