চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে নয়াগোলা মোড় ও উদয়ন মোড় এলাকায় অভিযান
চালিয়ে ওয়ারেন্টের আসামীসহ ৬ জন মাদকসেবীকে আটক করেছে সদর মডেল থানা
পুলিশ।
আটককৃতরা পৌর এলাকার পিটিআই মাস্টার পাড়ার সারোয়ার আলমের ছেলে ইলিয়া
উদ্দীন বকুল (৪২), চাঁদা এলাকার আব্দুর সাত্তারের ছেলে রেজাউল (৩২),
আমনুরা দরগাপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ইয়াসিন আলী (৩৫), আমনুরা রেল
বাগান এলাকার গাজী আলীর ছেলে সজিব আলী(২০), বালুবাগান এলাকার মৃত মনসুরের
ছেলে কালু (৫৫), তাহিরপুর তাতীপাড়ার নাজিমের ছেলে নাজমুল ইসলাম সেলিম
(২৮)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, গোপন
সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স শহরের নয়াগোলা ও উদয়ন মোড় এলাকায় অভিযান
চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামীসহ ৬ জন মাদকসেবী কে আটক করা হয়। আটককৃতদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি
ইদ্রিস আলী।[কপোত নবী-১৮-৮-১৯]
Leave a Reply