নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়েছে রাজধানীর নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় কর্মহীন মানুষগুলো।এ অবস্থায় ধানমন্ডি-ঝিগাতলা এলাকার নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য,তরুন সমাজসেবক মো:কামরূল হাসান লিংকন।
রাজধানীতে ব্যাক্তি উদ্দ্যগে রাজনৈতিক নেতা কামরুল হাসান লিংকন জীবন বাজি রেখে ইফতারী বিতরণ অব্যাহত রেখেছেন,এমন উদ্দ্যোগ জনসাধারণ এর কাছে অনেক প্রশংসানীয় হয়েছে এখন অনেকেই এগিয়ে এসেছে এই অসহায় মানুষগুলোর পাশে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
যুবলীগ নেতা লিংকন প্রথম রমজান থেকে ১০০ প্যাকেট ইফতার বিতরণ দিয়ে শুরু করলেও, সকলের অণুপ্রেরণা ও সহযোগিতায় ২০০ তারপর ৩০০ আর পর্যায়ক্রমে এখন প্রতিদিন ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করছেন এবং শেষ রমজান পর্যন্ত তিনার এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
২৫ রমজান শেষে ৮০০০ জন মানুষ পেয়েছে যুবলীগ নেতা লিংকনের ইফতার সামগ্রী। ইতিমধ্যে কামিরুল হাসান লিংকন তার এ মহৎ কাজের জন্য বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছেন।
তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,প্রথম রমজান থেকে অসহায় পথচারীদের উদ্দেশ্যে ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন শুরু করি ছোট পরিসরে।আমার এই উদ্দ্যোগ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মনে নাড়া দিয়েছে ।অনেকেই এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়িয়েছে। আমার বন্ধু ও বড় এবং ছোট ভাইয়েরা দেশ-বিদেশ থেকে ফান্ড দিয়ে আমাকে সহযোগিতা করেছে,
আমি কৃতজ্ঞ এই মানুষ গুলার কাছে।
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিজের আশে পাশের মানুষের খোঁজ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান করেন।
Leave a Reply