মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৮ জন আক্রান্ত ব্যক্তিদের মাঝে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার করমুডাংগা গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী হাজেরা, বেলডাঙ্গা গ্রামের আনারুলের স্ত্রী মোসলিমা,মানিকুড়া গ্রামের মোজাফফর রহমানের ছেলে মিজানুর, মালিপুর গ্রামের জাহাংগীরের ছেলে আলামিন,সোনাডাঙ্গা গ্রামের মামুন রশিদের ছেলে হাসমত , গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের আশরাফুলে ছেলে রাসেল, গ্রামের সুলতানের ছেলে রবিউল গ্রামের মুসলিমের স্ত্রী খুলেসা, শিয়ালমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী,ঐ একই গ্রামের ইব্রাহিমের ছেলে রায়হান,কামাসপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খাইরুল ইসলাম।
মাননীয় প্রধান মন্ত্রীর উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান প্রমূখ।
Leave a Reply