এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধি:-
নওগাঁর রাণীনগর উপজেলার তালিকা ভুক্ত ৪২৩টি মসজিদে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সভাপতি ও ইমামদের হাতে প্রদান করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এ সময় রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোহাম্মদ মুসা, উপজেলার মসজিদ গুলোর সভাপতি ও ইমামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply