মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলাধীন সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের, কোরোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে অসহায় কর্মহীন মানুষদের মাঝে উপজেলা মহিলা আওয়ামীলীগ সা: সম্পাাদক মিনা’র পক্ষ থেকে ঈদ-উল -ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানাগেছে, গত ২৩ ও ২৪ মে শুক্রবার ও শনিবার, সৃষ্টি একাডেমি চত্তর থেকে উপজেলা মহিলা আ’লীগ নেত্রী ও সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনা তার নিজ উদ্যোগে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের ৪ শতাধিক অসহায়, কর্মহীন পরিবারের নিকট ঈদ-উল -ফিতর উপলক্ষে, উপহার স্বরুপ সেমাই, চিনি, গুড়া দুধ, আটা, সুজি, বাদাম, কিচমিচ ইত্যাদি বিতরণ করা করেছেন তিনি। নারীনেত্রী মিনা সাথে কথা হলে তিনি বলেন, করোনা ভাইরাস চলাকালীন ঈদের সময়,মানুষের পাশে দাড়াতে আমার এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেই সাথে সবাই কে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।
Leave a Reply