চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি:
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বুধবার রাত ৯ টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচ তলার আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়।
রাজধানীর ইউনাইটেড হসপিটালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ জন করোনা রোগীর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একজন। নিহত ব্যাক্তি বীরগঞ্জ উপজেলা পরিষদের পেছনে সুজালপুর এলাকায় অতনু ও ডাব্লুর ছোট ভাই লিটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৪০ বছর। তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করছিলেন ব্যবসার সুবাদে।
এমন তথ্য নিশ্চিত করেছেন নিহতের স্বজন বীরগঞ্জের পরিচিত মুখ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালের সাবেক সাধারন সম্পাদক আবু হুসাইন বিপু।
Leave a Reply