জুনাইদ কবির , ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ও এপর্যন্ত জেলায় করেনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
বুধবার (২৭ মে) রাত সোয়া ৯ টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এ খবর নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে সর্বশেষ রির্পোট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ৪ জনের শরীরে করেনা পজেটিভ পাওয়া গেছে।
করোনায় নতুন করে আক্রান্তরা হলেন, জেলার সদর উপজেলায় ২ জন, পীরগঞ্জের ১ জন ও হরিপুরে ১ জন । মোট আজ নতুন ৪ জনের করোনা পজেটিভ রির্পোট পাওয়া গেছে। এপর্যন্ত জেলা মোট আক্রান্তের ৬৭ জনের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ।
ঠাকুরগাঁও জেলার কোভিড-১৯ এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় প্রেরিত মোট নমুনার সংখ্যা ১৪ এপর্যন্ত মোট প্রেরিত নমুনার সংখ্যা ১ হাজার ৩৮২।
Leave a Reply