চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় ৭জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৩১ মে রবিবার সকালে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামে ১৯৬১ খ্রিষ্টাব্দে চকরামপুর মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ১১জন শিক্ষক ও ৩জন কর্মচারী কমর্রত আছে। চলতি এসএসসি পরীক্ষায় খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বিদ্যালয়ের মানবিক বিভাগের ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় কেউই পাস করতে পারেনি। ফলে শূণ্য পাসের তালিকায় স্থান পায় শিক্ষা প্রতিষ্ঠানটি।
অভিভাবক ও স্থানীয় লোকজনের দাবি, বিদ্যালয়ের শিক্ষকরা মানসম্পন্ন পাঠদান না করানোর কারণে এমন ফলাফল। মানসম্পন্ন পাঠদান করানো হলে নিশ্চয়ই ভালো ফলাফল আসতো।
চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু বলেন, এই এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত দূর্বল ছিল তবুও শিক্ষকরা অনেক চেষ্টা করেও ফলাফলে ব্যর্থ হয়েছে। এজন্য লজ্জিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয় ও দিনাজপুর শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
Leave a Reply