স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
করোনা ক্রান্তিকাল ও ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ স্যোসাল সার্ভিস (বিএসএস)।
২৭ মে বুধবার থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বিতীয় দফায় খুলনার দাকোপ উপজেলার মোট দেড় শত টি পরিবারে এই সহায়তা প্রদান করা হয়।
রামপাল টাইমস এর দাকোপ উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার শিল্পী ও সমাজ কর্মী গৌতম সরকারের বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ স্যোসাল সার্ভিস (বিএসএস) এর চেয়ারম্যান রেভাঃ বনি বাড়ৈ “করোনা মহামারী” ও ঘূর্ণিঝড় “আম্ফান” এ ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় পরিবারের জন্য এই সহায়তা প্রদান করেন। কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দফায় প্রেরিত ১০০ প্যাকেট খাদ্য উপহার ২৮০৫২০২০ তারিখ বুধবার থেকে প্রদান শুরু করা হয়।
উন্নয়ন সংস্থার আঞ্চলিক প্রতিনিধি মিঃ লিটন সরকারের নিবিড় তত্ত্বাবধায়নে সুবিধাভোগী পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি ডাল, ২০০ গ্রাম সয়াবিন বড়ি, ১ কেজি লবন ও ১ খানা সাবান প্রদান করা হয়। দাকোপ ইউনিয়ন, বাজুয়া ইউনিয়ন, লাউডোব ইউনিয়ন, পানখালি ইউনিয়ন, সদর চালনা ও সুতারখালি অঞ্চলের সুবিধা ভোগীদের মাঝে এ সকল পন্য তুলে দেওয়া হয়। শিল্পী, ঘাট মাঝি ও ঘাট শ্রমিক, ফেরী শ্রমিক, নর সুন্দর, ভ্যানচালক ও দলিত শ্রেনীর মানুষদেরকে অগ্রাধিকার তালিকায় নিয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে । অসহায় বৃদ্ধ বৃদ্ধা, শিশু, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবাদেরকে তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়। স্বেচ্ছাশ্রমে দাকোপের কিছু তরুণ যুবা তালিকা প্রণয়ন ও উপহার বিতরণে অংশ গ্রহণ করে এই কর্মসূচি কে সফল করেছেন। তালিকা প্রণয়ন করতে গিয়ে সরেজমিনে দেখা যায়, এখনো বৃহদাংশ মানুষ খাদ্য সমস্যায় ভুগছেন। তারা এই সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন । এ বিষয়ে বিএসএস এর আঞ্চলিক প্রতিনিধি লিটন সরকার বলেন,-” আমি বিষয়টি সংস্থার চেয়ারম্যান মহোদয়কে জানাবো এবং আরো কিছু অসহায় মানুষ কে সেবার আওতায় আনার অনুরোধ করবো । সুতারখালি থেকে আগত পিতৃ দায় গ্রস্ত জনৈক ব্যক্তি দাতা রেভাঃ বনি বাড়ৈ ও উন্নয়ন সংস্থা বিএসএস এর প্রতি অশ্রু সজল ভালোবাসা জানান ।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বাগেরহাট সংরক্ষিত নারী আসনের সাংসদ এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার বাংলাদেশ স্যোসাল সার্ভিস ও দাকোপের তরুণ যুব সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন,-“দেশ ও জাতির কল্যাণে এ ভাবেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলে জাতির জনকের স্বপ্ন পুরণ হবে”।
এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দান করেন রবার্ট হালদার, দেবাশিস রায়, বিধান বিশ্বাস, কানাই মন্ডল, আকাশ রায়, অনুপ কুমার গাইন বাবু, মিল্টন সিবাস্টিন মন্ডল, অধ্যাপক সুপদ রায়, দীনেশ চন্দ্র মুখার্জী, সুকুমার বিশ্বাস প্রমুখ ।
Leave a Reply