আমি আবার প্রেমে পড়ব
এই বাংলার,
দুই নয়ন মেলে পলকহীন ভাবে
মুগ্ধ দৃষ্টিতে দেখব
সবুজ- শ্যামল বনভূমি
বয়ে চলা জলরাশি।
আমি আবার প্রেমে পড়ব
এই বাংলার,
সুরের তালো গাইব গান
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি;
মাঝেমাঝে সুর ধরব
সারি, ভাটিয়ালি, ভাওয়য়া, বাওল সঙ্গীত।
আমি আবার প্রেমে পড়ব
এই বাংলার,
কেউ যদি আমার প্রেমে
দাঁড়ায় বাঁধা হয়ে
বিদ্রোহ করব
কবি কাজী নজরুলের
কান্ডারি কবিতার জোড়ে।
আমি আবার প্রেমে পড়ব
এই বাংলার,
রক্ত জড়াব স্বাধীনতার জন্য
বীর মুক্তি যুদ্ধা মতো শহীদ হব
এই বাংলার প্রেমে পড়ে।।।
Leave a Reply