মোঃ মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ৫ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে দৈনিক বর্তমান পত্রিকার জলঢাকা প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন কে আহবায়ক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জলঢাকা প্রতিনিধি ফরহাদ হোসেন,দৈনিক একুশের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার নীলফামারী মশিয়ার রহমান, দৈনিক মানব বার্তার জলঢাকা প্রতিনিধি এরশাদ আলম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জলঢাকা প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র রায়কে যুগ্ম আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রিপের্টার্স ইউনিটির প্রধান উপদেষ্ঠা আর টিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, আহবায়ক আল ফারুক পারভেজ উজ্জল, সাবেক সভাপতি আবু হাসান ও সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন মিলন, সদস্য মানিক, খাজা প্রমুখ। গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন জেলা কমিটিবৃন্দ।
Leave a Reply