মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে মল্লিকপুর গরু পশুহাট সংস্কার না হওয়াই দিশেহারা হয়ে পড়েছে ইজারাদাররা। প্রতি বছর এই গরু পশু হাট থেকে সরকার অর্ধকোটি টাকা রাজস্ব আয় করে থাকলে ও পশু হাটটি সংস্কার না হওয়াই লোকশানের মুখে পড়তে বসেছে হাটের ইজারাদার আব্দুল হক সাহেব। গত শনাবার বিকালে মল্লিকপুর পশু হাটটি সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প বৃষ্টিতেই গরু পশু হাটটি পানিতে তলিয়ে যাই। ইজারাদার আলহাজ্ব আব্দুল হক সাহেব অভিযোগ করে বলেন ১৪২৬ বাংলা সনের জন্য (অর্থাত ১বছরের জন্য) আমি এ বছর মল্লিকপুর পশু হাটটি ভ্যাট সহ প্রায় ৪৫ লক্ষ টাকায় নাচোল উপজেলা প্রশাসনের নিকট থেকে ইজারা গ্রহন করি। কিন্তু সরকার এ হাট থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও হাটটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহন করে নী। গত ঈদ-উল-আযহার পূর্বে টানা বৃষ্টির কারনে হাটটি কাদায় পরিনত হয়। যার ফলে গরু ব্যবসায়ী ও ক্রেতারা হাটটিতে গরু বেঁচা কেনা করতে ভোগান্তিতে পড়তে হয়েছে। এই গরু পশু হাটটিতে মেঝে সোলিংকরণ ও গরু বিক্রেতা ও ক্রেতাদের জন্য টিনের ছাউনি অতি জরুরি বলে মনে করছে হাটের ইজারাদার।
মল্লিকপুর পশু হাটের পরিচালক মোঃতরিকুল ইসলাম জানান,মল্লিকপুর পশু হাটটি অত্যান্ত জনপ্রিয় হাট। এ হাটটি দ্রুত সংস্কার না করলে প্রতিবছর সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং ইজারাদাররা হাট ক্রয়ে বিমুখ হয়ে পড়বে।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান,হাটের ইজারাদার হাটের উন্নয়নে কি কি লাগবে তা জানালে হাটটির সংস্কার কাজ খুব দ্রুত করা হবে
Leave a Reply