মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে আম সহ বিভিন্ন পণ্যের যথাযথ নিরাপত্তা, দ্রæত সময়ে নির্ধারিত গন্থব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ইউএসবি কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুরিয়ার ও পার্সেল সার্ভিস ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা সদরের মেইন রোডে চৌধুরী প্লাজা মার্কেটের মেসার্স সততা ট্রেডার্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস সাপাহার শাখা উদ্বোধন করেন তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ব্রাঞ্চ ম্যানেজার জাহিদ হাসান, নওগাঁ ব্রাঞ্চ ম্যানেজার গিয়াস উদ্দীন, নওগাঁ ব্রাঞ্চ সহকারী নাজমুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী মোজাহারুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নজিপুর বনিক সমিতির সাধারন সম্পাদক ও ইউএসবি প্রতিনিধি এ জেড মিজান, নজিপুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এজেন্ট ইনচার্জ ও ইউএসবি প্রতিনিধি রেজোয়ান আহম্মেদ, মধুইল শাখার ইউএসবি প্রতিনিধি সোহেল রানা সুইট, শিক্ষক আদিল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী কামাল হোসেন প্রমুখ।
Leave a Reply