নাচোল প্রতিনিধি:
আজ নাচোল উপজেলায় এনমাস টাইমস নিউজ পোর্টালের শুভ উদ্বোধন করা হয়। সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হয়। এনমাসের সভাপতি ও এনমাস টাইমসের প্রকাশক ও সম্পাদক শাকিল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, তারুণ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কার্যক্রম নাচোলকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। সততা ও নিষ্ঠার সাথে সত্যকে উপস্থাপন করার তাগিদ দিয়ে তিনি এনমাস টাইমস এর উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রোগ্রাম অফিসার আতিকুল ইসলাম, আমার বাড়ি আমার খামারের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান, নাচোল সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, এনমাসের সহ সভাপতি বশির আহম্মেদ, সেক্রেটারি সাগরসহ এনমাসের বিভিন্ন সদস্যবৃন্দ।
Leave a Reply