মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফুর রহমানকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। উপজেলার পুরাতন সাপাহার ঈদগাহ মাঠে তার জানাযার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বৃহষ্পতিবার বিকেল ৪টার দিকে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি অবসর প্রাপ্ত বিজিবি সদস্য ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উক্ত জানাযা নামাযে এলাকার বিভিন্ন পর্যায়ের মুসল্লী, প্রশাসনিক কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply