স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় গত ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট ৪ দিনে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৭ গ্রাম হেরোইন, ৪৫ পিচ ইয়াবা বড়ি, একটি মটরসাইকেল ও ১ নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরীচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর নির্দেশে ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নের্তৃত্বে উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো. সোহরাব হোসেন, সিপাই মোহাম্মদ মোস্তাফিজার রহমান ও সিপাই হাবিবা খাতুন অভিযানগুলি পরিচালনা করেন।
অভিযানে ১৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়গাছি বটতলা হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন (৬১) কে গ্রেফতার করা হয়।
১৯ আগস্ট সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী ৫ জনকে গ্রেফতার করা হয়।
২১ আগস্ট সদর উপজেলার বটতলাহাটের সবজি বাজার থেকে পৌর এলাকার আজাইপুর আবুরাজ পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. তাজেমুল (৫৭) কে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মটরসাইকেল এবং মোবাইল সেট জব্দ করা হয়।
২২ আগস্ট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন মেয়াদে কারা ও অর্থ দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। [কপোত নবী]
Leave a Reply