মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে মোট ৬১ জনের মাঝে নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা মিলনায়তনে নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাল চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমূখ।
Leave a Reply