মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক মুক্ত নেজামপুর রেল স্টেশনের ১বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে নেজামপুর রেল স্টেশন চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি নেজামপুর স্টেশন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নেজামপুর রেল স্টেশন চত্বরে মাদক মুক্ত নেজামপুর রেল স্টেশনের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন,নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ,
নেজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন,নাচোল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু,নেজামপুর হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অব:প্রধান শিক্ষক খাইরুল ইসলাম,বিনোদবিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব:প্রধান শিক্ষক মতিউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাধনে ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম।
আলোচনাসভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন,মাদক সমাজের শত্রু। যে মাদক ব্যবসা এবং খাওয়ার সাথে জড়িত তারা উভয়ে দেশের শত্রু। মাদক পরিবারের মধ্যে অশান্তি এনে দেয়,যুব সমাজ ধ্বংশ করে দেয়। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এটি হোক আমাদের মাদকের বিরুদ্ধে স্লোগান। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরে আলোচনাসভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মুলক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হয়।
Leave a Reply