নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন রোগভোগের পর ভোলাহাটের বীর মুক্তিযোদ্ধা তৈমুর হোসেন ৬৮ বছর বয়সে নিজ বাড়ী বজরাটেক দক্ষিণ পীরানচক গ্রামে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী ৪ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ২ নম্বর ছেলে আরিফ হোসেন সাপ্তাহিক ভোলাহাট সংবাদের ক্যামেরাপার্সন বড় ছেলে আনোয়ার হোসেন ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত, ৩নম্বর ছেলে কবির হোসেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন । বীরমুক্তিযোদ্ধার নামাজে যানাযা বুধবার সকাল ১০টায় বজরাটেক সবজা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় বজরাটেক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়। তাঁর মৃত্যুতে ভোলাহাট সংবাদ পরিবার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply