নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ৩ জনের কারাদন্ড ও ২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহারাজপুর চৌধুরী টোলার মুনিরুল ইসলামের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, মহারাজপুরে গোপনে বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে খবর আসে। খবর পাবার পর পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় এবং ওসি মো. জিয়াউর রহমান পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ যৌথ টিম ঐ এলাকায় উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে।
পরে বাল্যবিয়ে দেবার অপরাধে বিচারক মো. আলমগীর হোসেন ৫ জনকে কারা ও অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকার বরের মা ও মো. বাবুল ইসলামের স্ত্রী মোসা. আনজুআরা বেগম (৩৬), একই উপজেলার কনের পিতা ও মহারাজপুর চৌধুরী টোলার মৃত আজাহার মন্ডলের ছেলে মো. মুনিরুল ইসলাম (৪৬), একই এলাকার মো. বাবুল ইসলামের ছেলে বর মো. আকতারুল ইসলাম (২১), মো. শরিফুল (৫৭) ও মো. আলমগীর কবির।
দন্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জনকে ৬ মাস করে কারাদন্ড ও ২ জনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।[কপোত নবী]
Leave a Reply