স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৫৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম তেলকুপির আবু সাঈদের ছেলে শফিউল আলম (২৮) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২৭)।
এস আই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের থানতলায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত জয়নাল আবেদীনের ছেলে পলাতক আসামী শফিক (৪০) কে ধরতে অভিযান চালায়।
এ সময় শফিকের ঘর থেকে ৫৭ বোতল ফেন্সিডিলসহ শফিউল ও রানাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এস আই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম আরো জানান, আসামী শফিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা এবং সোহেলের বিরুদ্ধে ৩টি মাদকের মামলা চলমান আছে। আজকের ঘটনায় সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।[কপোত নবী]
Leave a Reply