হাদিউল ইসলাম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার ৩০ নভেম্বর ২০১৯ ইং।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, ১১তম সমাবর্তন এর সম্ভাব্য তারিখ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০নভেম্বর ও ৭ ডিসেম্বর প্রস্তাব করে । দুটি সম্ভাব্য তারিখ নিয়ে মহামান্য রাষ্ট্রপতি দপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে প্রাথমিকভাবে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়।
তবে কোন কোন বছরের গ্রাজুয়েটরা এই সমাবর্তনে অংশ নিতে পারবে তা জানা যায়নি।
সমাবর্তন এর তারিখ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া স্যার বলেন-“আজকে,১১তম সমাবর্তনের তারিখ আগামী ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছে।”
এর আগে গত বছর ১০ম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি আবদুল হামিদের সভাপতিত্বে এই সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে MASTERS,MBBS,BDS, MPhil এবং PhD গ্রাজুয়েট প্রায় ৬০১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল।
Leave a Reply