নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কতৃক বিদেশী পিস্তল সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৫, রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ২৬ আগস্ট ২০১৯ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মাস্তান বাজার হইতে মনাকষা গামী পাকা রাস্তার রসুনচক (দফাদার পাড়া) গ্রামস্থ জনৈক ইব্রাহিম (৪৫) পিতা- হাজী মোঃ জমিন উদ্দিন এর জমির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে,অস্ত্র ব্যবসায়ী মোঃ সাহেব (২২), পিতা-মৃত সেন্টু, সাং-দুর্লভপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে (১) ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল-০১ টি (মেইড ইন ইউএসএ), (২) পিস্তলের ম্যাগাজিন-০১ টি, (৩) পিস্তলের গুলি-০৭ রাউন্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
অবৈধ অস্ত্রমুক্ত স্বদেশ গড়ুন।
সুত্র: RAB 5 – Rajshahi পেইজ হতে সংগৃহীত
Leave a Reply