হাদিউল ইসলাম রাবি প্রতিনিধি: নতুন ভর্তি পরীক্ষা ও ভর্তি কাঠামোয় ব্যাপক পরিবর্তনে সমালোচনার মুখে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক আলোচনা-পর্যলোচনার পর এইবার আংশিক পরিবর্তন আসলো রাজশাহী বিশ্ববিদ্যালয়২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি কাঠামোতে।
নতুন নিয়মে রাখা হয়েছে বিভাগ পরিবর্তনের সুযোগ। এছাড়া দ্বিতীয় ধাপে আবেদন ফি ১৯৮০ টাকা থেকে কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
উপ-কমিটির সদস্য প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন-” মাননীয় উপাচার্য স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ভর্তি পরীক্ষার নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই নিয়মের ফলে এখন আর ইউনিট ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকছে না। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিটি ইউনিটেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ।আর ভর্তি ফি ও কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে।” আগের ভর্তি প্রক্রিয়ার নীতিমালা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী রা এবং ছাত্র সংগঠনগুলো আন্দোলন শুরু করে।
উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি প্রেরণ করে। নতুন পরিবর্তিত এই ভর্তি প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে কিছুটা হলেও আশা ফিরে আসবে বলে মনে করে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা।
Leave a Reply