গুম হওয়া ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডা: জাফরুল্লাহ – ছবি : সংগৃহীত
সরকারকে গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দিতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সাথে তিনি অতীতের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইতেও বলেছেন। দেশে প্রকৃত অর্থে কোনো আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন তিনি।
বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংগঠনের সদস্য ও ২০১৩ সালে গুম হওয়া ঢাকার সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসী।
জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, ‘এখনো সময় আছে অতীতের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান। গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দিন। গুম হওয়া ব্যক্তিদের যদি তাদের পরিবারের কাছে ফেরত দিতে পারেন তাহলে এখনো সময় আছে, ওই পরিবারগুলো আপনাদের ক্ষমা করবে, আল্লাহ আপনাদের ক্ষমা করবে। অন্যথায় কোরো কাছেই কোনো ক্ষমা আপনারা পাবেন না।’
তিনি আরো বলেন, দেশে প্রকৃত অর্থে কোনো আইনের শাসন নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী নূর খান লিনট, নাসির উদ্দিন এলান, জোনায়েত সাকী প্রমুখ।
অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের পরিবার থেকে বক্তব্য রাখেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াছ আলীর ছেলে আবরার ইলিয়াছ, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি, সুমনের মেয়ে মাইশা।
আরো বক্তব্য রাখেন ২০১৩ সালের ২৬ এপ্রিল গুম হওয়া রনি হোসেনের মা আঞ্জুমান আরা বেগম, ২০১৫ সালের ২১ আগস্ট গুম হওয়া সাজ্জাদ হোসেনের মা সাজেদা বেগম, ২০১৯ সালের ১৯ জুন গুম হওয়া ইসমাঈল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, তপুর মা সালেহা বেগম, সবুজের মা সাহেদা বেগম, পিন্টুর বোন মুন্নী, পারভেজ হোসেনের শিশুকন্যা হৃদী, নিখোঁজ ড্রাইভার কাউসারের মেয়ে লামিয়াসহ আরো অনেকে।
Leave a Reply