ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে (১৪)কে ধর্ষণের অভিযোগে জমির খান (৪০) নামের এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জমির খান ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ধলুট গ্রামের মৃত মোবারক খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির বাইরে রাস্তায় বের হয় ওই কিশোরী। তাকে ফুসলিয়ে হাত ধরে পাশের লেবু বাগানের ভেতর টেনে নিয়ে যায় মো. জমির খান। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী মেয়ে বাড়িতে ফিরে এসে মা ও ভাবির কাছে সবকিছু খুলে বলে। পরের দিন শুক্রবার সকালে জমিরের বিরুদ্ধে ধর্ষিতার বাবা শাহিন বাদী হয়ে থানায় মামলা করেন।
ও বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন বলেন, নিজ এলাকা থেকে জমিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Leave a Reply