মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ভারী বর্ষনের ফলে নওগাঁর পোরশায় পানিবন্দী হয়ে পড়েছে ৩০ থেকে ৩৫ টি পরিবার। যাতে করে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পড়েছেন পানিবন্দী লোকজন। এছাড়াও প্রায় ২শ’ বিঘা জমিতে রোপনকৃত আউশ ধান তলিয়ে গেছে পানির নিচে। যাতে করে এলাকার কৃষকেদের গুনতে হতে পারে প্রায় ২৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি।
সরিজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নিতপুর জেলেপাড়া গ্রামের ৩০ থেকে ৩৫ ঘর হতদরিদ্রের ঘর পানিতে তলিয়ে গেছে। নেই কোন শুকনা খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যাবস্থা। এছাড়াও উপজেলার মাঠগুলোতে রোপনকৃত প্রায় ২শ বিঘা জমির আউশ ধান পানির নিচে তলিয়ে গেছে। যাতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকার কৃষকদের।
হঠাৎ ভারী বর্ষনে ও ভারত থেকে বেয়ে আসা পানির কারনে এই বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী মানুষজনের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে নিতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী লোকদের সার্বিক নিরাপত্তা সহ শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলে কিউটিভিকে জানান।
Leave a Reply