আমিনুল ইসলাম :নওগাঁ
ওহে নরেন্দ্র মুদি,
তুমি সাম্প্রদায়িকতার বেড়াজালে আচ্ছন্ন,
জম্মু ও কাশ্মীরিদের জীবন
তাই করছো বিপন্ন।
নেতা সেজে করেছো গ্রহণ
নেতৃত্বের আসন,
কিন্তু হৃদয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ
করেছো রোপণ।
গান্ধীজীর দেশে তুমি
এ কোন্ হিংসুটে নেতা,
তুমি ধরিত্রী মাতার বুকে
দিচ্ছ বলি মানবতা।
ভিন্নধর্মীদের বিপদে আপদে
তুমি থাকো নিঃচুপ,
মনের হরষে হর্ষ পূজায়
তুমি জ্বালাও তখন ধূপ।
Leave a Reply