একরামুল হক মুন্না, পঞ্চগড় প্রতিনিধিঃ বরেন্দ্র নিউজ শুক্রবার (১৪ আগস্ট ) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শেরেবাংলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী নবীন লীগ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল সহ বাংলাদেশ আওয়ামী নবীন লীগ, পঞ্চগড় জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ এবং দলীয় নেতাকর্মী এলাকাবাসীকে ফল গাছ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়।
Leave a Reply