বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী মালামাল সহ চারজন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ০৬ সেপ্টেম্বর/২০১৯ইং রাত্রি ১২.১০ ঘটিকায় রাজশাহী মহানগরের রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে ষ্টেশনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে,
১। MARGO সাবান ১০০ গ্রাম MADE IN INDIA 65 pcs ২। Junior Horlicks 500 gm made in India 33 pcs, ৩। PANDIT JEERA 1 KG 06 pcs, ৪। COMPLAN 23 pcs, ৫| COLGATE 198 pcs, ৬| ZANDU বাম 8 ml 92 pcs ৭| SKIN SHINE 15 gm 200 pcs ৮| EMAMI 7 OIL 16 pcs ৯| GARNIER MEN 09 pcs ১০| PONDES FACE WASH 100 GM 70 pcs 50 GM 60 pcs ১১| ENO FRUIT SOLT 5 GM 730 pcs ১২| CLINIC PLUS SHAMPU 6 ML 6100 pcs সহ আসামী ১। শেরবানু (৩৫), স্বামী মৃতঃ মোরশেদ, সাং-কোর্ট ষ্টেশন, থানা-রাজপাড়া ২। সালেহা (৪১), স্বামী-জুলমত আলী, সাং-বড়বাড়িয়া, থানা-শাহমখদুম ৩। জরিনা বেগম (৫০) স্বামী – মোঃ হায়দার আলী সাং- বিহারী কোলনী থানা- বোয়ালিয়া ৪। মোছাঃ সেলিনা বেগম স্বামী- মোঃ জালাল শেখ সাং- আসাম কোলনী থানা- চন্দ্রিমা সকলের রাজশাহী মহানগর’দের হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
সু-শৃঙ্খল সমাজ গড়ুন।
Leave a Reply