নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে
ক্যারিয়ার ক্লাব গঠন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় কলেজের অডিটোরিয়ামে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন, আদিনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওলিউর রহমান।
উদ্বোধনী দিনে ক্যারিয়ার ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী
কমিটি গঠন করা হয়। ইতিহাস বিভাগের মোহাম্মদ নুরুজ্জামান সবুজকে সভাপতি
এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা
হয়।
আদিনা কলেজ ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক দর্শন বিভাগের সহকারি অধ্যাপক
মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদিনা সরকারি
কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও
ছাত্র-ছাত্রী। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
তৃতীয় বর্ষের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান।
Leave a Reply