নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার সন্ধ্যার পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার আজাইপুর, শান্তিমোড়, নিমতলা, রামকিষ্টপুর, বটতলা হাট, বড় ইন্দারা মোড়সহ বিভিন্নস্থানে মোবাইলফোনে লুডুসহ বিভিন্ন গেমের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ১৭ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ও ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে সন্ধ্যার পর শহরের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে মোবাইল ফোনে লুডুসহ অন্যান্য গেমের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ১৭জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, গেমের মাধ্যম্যে জুয়া খেলে অনেকেই সর্বশান্ত হচ্ছে অথবা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়। পরে অযাথা বাড়ির বাইরে আড্ডা না মারা ও মোবাইলে লুডুসহ অন্য গেম এর মাধ্যমে জুয়া খেলবে না মর্মে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। সতর্ক করা হয় অভিভাবকদেরও। নাগরিকদের নিরাপত্তা দিতে পুলিশের যা যা করণীয় তা যথাসাধ্য করা হচ্ছে বলেও জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী।
Leave a Reply