জামিল হোসেন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে জাহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে জেলার ভোলাহাট উপজেলার গিলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত জাহিরুল ভোলাহাট উপজেলার ফুটানিবাজার মাদ্রাসাপাড়া এলাকার এনামুল হক এনার ছেলে। নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান। তিনি জানান,‘ মঙ্গলবার ভোরে গিলাবাড়ি সীমান্ত দিয়ে গরু আনতে জাহিরুলসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ৪৪ বিএসএফের কৃষ্টপুর ক্যাম্পের জওয়ানরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে জাহিরুল ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সঙ্গের সাথীরা পালিয়ে আসে। পরে বিএসএফ জাহিরুলের মরদেহ ভারতীয় পুলিশের কাছে হসতান্তর করে।
তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় জাহিরুলের লাশের ময়না তদন্ত শেষে বিজিবি ও পুলিশের মাধ্যমে জাহিরুলের লাশ তার পরিবারের কাছে হসতান্তর করা হবে।
Leave a Reply