মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ “চলো ফিরে পুরনো দিনে ক্রীড়া জাগুক সবার প্রানে “এবং হাতে নিয়ে ফুটবল মাঠে সবাই খেলতে চল ” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১৬টি দল অংশগ্রহণে পাইলটিয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বীরগঞ্জ সমিতি ঢাকা ও মধু মিলন প্রোপার্টিজের সহযোগিতায় এবং পাইলটিয়ান পরিবারের সার্বিক সহযোগিতায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্ভীক-১৯ এসএসসি ব্যাচ আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেলতলী আলম একাদশ ২-১ গোলে অদম্য-১৪ প্রাক্তন পাইলটিয়ান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, প্রাইজমানি ও মেডেল প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. আবু হুসাইন বিপু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী।
Leave a Reply