মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে থানা কমিউিনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববারে উপজেলার তিলনা বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন বন্ধের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।
তিলনা ইউপি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি স্বপন কুমার পাল এর সভাপতিত্বে উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন হাজারী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, অধ্যক্ষ তিলনা ডিগ্রী কলেজ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজশাহী ডিআইজি রেঞ্জের (প্রতিনিধি) এসআই আয়নাল হক, প্রধান শিক্ষক, তিলনা বহুমূখী উচ্চ বিদ্যালয় নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় সেখানে তিলনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্য শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply