মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে ২১৩টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামে।
জানা গেছে, উপজেলার শুকরইল গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক স্থানীয় “জুমাপুকুর” মাঠে সাড়ে ৭ বিঘা জমিতে আম বাগান তৈরী করেন। প্রতিদিন বাগান পরিচর্যার জন্য সকাল বিকাল তদারকি করেন। এরই সূত্র ধরে ২৬ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় বাগান দেখতে যান। বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার বাগানের ৪ মাস বয়সী মোট ২১৩টি গাছ কেঠে ফেলে। যাতে করে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়।
বিষয়টি তিনি স্থানীয় থানায় লিখিত ভাবে অবগত করেন। পরে সোমবার বিকেল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে, এর আগেও ২ মাস আগে রতনডাঙ্গা নামক মাঠে আব্দুল খালেকের বাগান হতে ৩০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
Leave a Reply